মাতারবাড়ীতে এক শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় রামু উপজেলার বাসিন্দা সোলেমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, কক্সবাজার।
ট্রাইব্যুনালের বিচারক আজ এ রায় ঘোষণা করেন। আদালত জানান, শিশু ধর্ষণ-হত্যার মতো জঘন্য অপরাধ মানবতাবিরোধী কর্মকাণ্ডের সমান, তাই দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এ ধরনের নৃশংসতা বন্ধ হবে না।
রায়ে বলা হয়, সোলেমান শিশুটিকে অপহরণের পর নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার পর গুম করেন। মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
Leave a Reply