এতে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তৌহিদুল আলম সবুজ কে সভাপতি, ইসমাইল জাহেদ কে সাধারণ সম্পাদক ও আয়াছুর রহমান বাদশাকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যথাক্রমে সহসভাপতি
মো.জমির উদ্দিন (চকরিয়া) জাহাঙ্গীর আলম (টেকনাফ) শামসুল আলম রনি (মহেশখালী)
মো. সানাউল্লাহ (উখিয়া) মাষ্টার নূর মোহাম্মদ (কুতুবদিয়া) সরওয়ার কামাল (ঈদগাহ)
দীমান বড়ুয়া (রামু) যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (কুতুবদিয়া) মতিউর মুন্না (মহেশখালী) মো. ছৈয়দ আলম (উখিয়া) শেখ আহম্মদ (টেকনাফ) নজরুল ইসলাম বাবু (চকরিয়া) আরিফ উল্লাহ (কক্সবাজার সদর) সহসাংগঠনিক সম্পাদক সনজিত বড়ুয়া (উখিয়া) নেজাম উদ্দিন (কুতুবদিয়া)
আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য টেকনাফের কায়সার, শাওন, উখিয়ার মো. মিজান, দেলোয়ার, ঈদগাহ’র দিদারুল ইসলাম, মিজান, চকরিয়ার সোহরাব হোসেন, ইউনূস, কুতুবদিয়ার সালামত, সাইমন, মহেশখালীর আরমান রেজা, কক্সবাজার সদরের রিয়াদ, মামুনকে মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট জসিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, ছিদ্দিক আহমদ সাবেক অধিনায়ক জেলা ফুটবল দল, আবছার উদ্দিন সাবেক সহসভাপতি জেলা ক্রীড়া সংস্থা, ওয়াহিদুজ্জামান, বিজন বড়ুয়া, ফোরকান আলম, জসিম উদ্দিন সিকদার, সওয়ার আজম, হারুনুর রশীদ।
কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ধারাবাহিকভাবে জেলার ফুটবল উন্নয়নে কাজ করে আসছে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
Leave a Reply